• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

টাইগারদের গাড়িকে পাহার দিল ১০ হাজারের বেশি পুলিশ

সাংবাদিকের নাম / ৩৯ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ ৩ ম্যাচ টি-২০ সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সিরিজকে ঘিরে পাকিস্তান নিয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশের সফর ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পাকিস্তান সরকার। ১০ হাজারের বেশি পুলিশ সদস্যের নিরাপত্তায় বেষ্টিত ছিল টাইগারদের বহনকারী গাড়ি। এক কথায় ভিভিআইপির নিরাপত্তা পেয়েছেন টাইগাররা।

এছাড়াও সিরিজ চলাকালীন দায়িত্বে থাকবেন ১৭ এসপি, ৪৮ ডিএসপি, ১৩৪ ইন্সপেক্টর ও ৫৯২ জন আপার সাবঅর্ডিনেট।

নিরাপত্তা নিয়েই প্রশ্ন ছিল বাংলাদেশ দলের অধিনায়কের কাছে। সন্তুষ্টি জানিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘এমন নিরাপত্তা আগে দেখিনি। এ মুহূর্তে এটা (নিরাপত্তা ব্যবস্থা) অনেক উপভোগ করছি। নিরাপত্তার দিক থেকে বলব, পাকিস্তান আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। আমি সব ব্যবস্থাপনায় সন্তুষ্ট।’

সংবাদ সম্মেলনে নিরাপত্তা প্রসঙ্গ নিয়েই মাহমুদউল্লাহ রিয়াদকে প্রশ্ন করা হয় সেখানে বাংলাদেশের অধিনায়ক বললেন, ‘আপাতত শুধু মাঠের খেলাতেই মন দিতে চাই। আমরা যখন বিমানে উঠি তখনই বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলেছি। এ মুহূর্তে আমরা পাকিস্তানে ভালো ক্রিকেট খেলার কথা ভাবছি। ভালো খেলে দেশে ফিরতে চাই।’


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.