• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

জেলায় সব পশুর হাট বন্ধ জোর করে ঋণ আদায়ের নিষেধাজ্ঞা ঠাকুরগাঁওয়ের ডিসির

সাংবাদিকের নাম / ৫৮ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা কারি এনজিওগুলোকে ঋণ গ্রহীতাদের নিকট বাধ্য করে কিস্তি না আদায়ের জন্য অনুরোধ করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

রবিবার সকালে তিনি নিজস্ব ফেসবুক টাইমলাইনে এ অনুরোধ করেন।

এছাড়াও জেলার সকল পশুর হাট বাজার বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ৩১ মার্চ পর্যন্ত জেলার সকল পশুর হাট বন্ধ ঘোষনা করেছেন।

এদিকে করোনাকে পুজি করে জেলার সব বাজারগুলোতে বেড়েছে দ্রব্যমূল্যের দাম। জেলা প্রশাসকের গঠিত টিম এবং স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার নিয়মিত অভিযান পরিচালনা করে বাজার মনিটরিং করলেও অসাধু ব্যবসায়ীদের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী ২৭টি দেশ থেকে ঠাকুরগাঁওয়ে ১২৮৮ জন বিদেশ ফেরত প্রবাসী এসেছেন। এদের মধ্যে ভারত থেকে এসেছেন ১১১৬ জন। শনিবার সর্বশেষ ৭২ জন কে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন।

অনেকেই নির্দেশনা না মানার কারণে জরিমানা করছে প্রশাসন।


এধরনের আরও সংবাদ