• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

জেলার সাংবাদিকদের শীর্ষ সংগঠনে ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির ইফতার

সাংবাদিকের নাম / ৬৩ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

নিউজ ডেক্সঃ জেলার বৃহত্তম সাংবাদিকদের সংগঠন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জেলা শহরের সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলের আগে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনকে আরো গতিশীল করতে রিপোর্টার্স ইউনিটির নেতারা সকল সহকর্মীদের দেশ ও জনগনের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবাইকে আহবান জানান। একই সাথে ঐক্যবদ্ধ থাকায় সংগঠনটি জেলার শীর্ষ সংগঠনে অবস্থান করছে বলে জানান সংগঠনের নেতারাসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তোরাব মানিক, সিনিয়র সাংবাদিক মজিবর রহমান, প্রবীণ সংবাদিক সৈয়দ আব্দুল করিম, সংগঠনের সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো,সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, সহ-সভাপতি রেজাউল করিম প্রধান, ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল, দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদওয়ানুল হক মিলনসহ সংগঠনের সদস্যরা। ইফতারের আগে দেশের কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 


এধরনের আরও সংবাদ