নিউজ ডেস্কঃ ক্যাসিনো কাণ্ড নিয়ে আওয়ামী লীগের সমালোচনা না করে, বিএনপি নেতাদের নিজেদের দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী বেগম মতিয়া চৌধুরী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় এ বছরের চলমান সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
মতিয়া বলেন, আজকে বিএনপি নেতারা সংসদে এসে সমাজে ক্যাসিনো কাণ্ড নিয়ে কথা বলেন। আমি তাদের বলতে চাই, এই কথা তাদের মুখে মানায় না। কেননা, তাদের নেতা জিয়াউর রহমানই সে সময় বাংলাদেশে মদ, জুয়া আর ক্যাসিনোর প্রচলন করেছিলেন। মানুষ হত্যা করে অবৈধভাবে যিনি ক্ষমতায় এসেছিলেন, সে ভাবেই তার বিদায়ও হয়েছে। তারা গণতন্ত্রের কথা বলে কোন মুখে? যারা ২১ শে আগস্টের ঘটনা ঘটিয়েছে?
এসময় তারেক জিয়াকে উদ্দেশ্যে করে মতিয়া চৌধুরী বলেন, লাইক ফাদার-মাদার লাইক চাইল্ড। বিদেশে পলাতক খুনী তারেক আয়-ব্যয়ের হিসেবে দেখিয়েছে সে ক্যাসিনো থেকে টাকা ইনকাম করতো। নির্বাচন বর্জন করে আজ এতো শোচনীয় অবস্থায় গিয়েছে বিএনপির রাজনীতি। বিএনপিকে বলবো, ষড়যন্ত্র বাদ দিয়ে আপনারা গণতন্ত্রের চর্চা করুন। আওয়ামী লীগ দেশের ক্ষয় নয়, দেশের জয়ের লক্ষ্য নিয়ে কাজ করছে।
এর আগে, সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আইন-২০২০’ সংসদে উত্থাপন করলে, কন্ঠভোটে তা পাশ করা হয়। আইনটি পাশের আগে ফ্লোরে সেটির বিভিন্ন দফার সংশোধনী প্রসঙ্গে বক্তব্য রাখেন বিএনপি ও সংসদে বিরোধী দলীয় আইনপ্রণেতারা।
এ সময়, বিএনপির সংসদ সদস্য হারুণ অর রশিদ প্রশ্ন তোলেন, নামকরা ক্রীড়া সংশ্লিষ্ট ক্লাব বা প্রতিষ্ঠানগুলো কেন ক্যাসিনো কাণ্ডে জড়িয়ে পড়লো? নতুন বিকেএসপি আইনে ক্যাসিনো বন্ধে কোনো দফা বা বিধি রাখা হচ্ছে কিনা- সেই প্রশ্নও তোলেন হারুণ।