নিউজ ডেক্সঃ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন ও বিদেশে যাওয়ার বিষয়ে আবারও আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি দলীয় সংসদ
সদস্য হারুনুর রশীদ।
বুধবার দুপুরে (২ অক্টোবর) সচিবালয়ে তিনি ওবায়দুল কাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় হারুনুর রশীদ বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নয়, আদালতের মাধ্যমে তার জামিনে মুক্তির দাবির কথা জানানো হয়েছে। আমি সংসদে যোগ দেয়ার পর খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। আর ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক-তাকে বিষয়টি জানানো হলো। খালেদা জিয়ার বয়স ও শারীরিক অবস্থা দেখে জামিনর দিকটা তারা যেন বিবেচনায় নেয়।’
তিনি আরো বলেন, ‘প্যারোলের বিষয় শুধু তার এবং তার পরিবারের বিষয়। বাংলাদেশে বড় ধরনের অপরাধী জামিনে মুক্ত হচ্ছে সেখানে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, যিনি আজকে অসুস্থ সে বিষয়টি নিয়ে প্যারোলের প্রসঙ্গ আসার প্রয়োজন নেই। প্যারোলের বিষয়টি আসা যুক্তিসঙ্গত নয়। তিনি জামিন পাওয়ার যৌক্তির অধিকার রাখেন।’