• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

জাতীয় সংসদে খোকার জানাজা বৃহস্পতিবার

সাংবাদিকের নাম / ১৮৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার জানাজা আগামী বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (গণসংযোগ) কামাল হোসেন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

সাদেক হোসেন খোকা মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হওয়ায় তার নামাজে জানাজা সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। সেখানে বিএনপির সিনিয়র নেতারাসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। খোকাকে গার্ড অব অনার দেয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন সাদেক হোসেন খোকা। ২৯ নভেম্বর ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে তিনি ঢাকা মহানগরের মেয়র ছিলেন।

চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে দেশ ছাড়েন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। বিদেশে থাকা অবস্থায় দুটি মামলায় তার সাজা হয়।

গত ১৮ অক্টোবর নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে ভর্তি হন তিনি। গত সোমবার তার শ্বাসনালি থেকে টিউমার অপসারণ করা হয়। নিউইয়র্ক সময় রাত ২টা ৫০ মিনিটে ও বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।


এধরনের আরও সংবাদ