• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিক সম্মেলন

সাংবাদিকের নাম / ৬২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২

নিউজ ডেক্সঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ জুলাই) দুপুরে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে জেলা প্রশাসন সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে, জেলা মৎস্য কর্মকর্তা জানান, জেলায় প্রায় ১৭ লাখ মানুষের বিপরীতে মাছের চাহিদা রয়েছে ৩৫ হাজার ৬৯৮ মেঃ টন। আর উৎপাদন ৩২ হাজার ৪৬৯ মেঃ টন। ২০১৫ সালে জেলা মাছের উৎপাদন ছিল ২১ হাজার ৩৬৫ মেঃ টন। গেল ৬ বছরে উৎপাদন বেড়ে দাড়িয়েছে ৩২ হাজার ৪৬৯ মেঃ টনে। আর ঘাটতি ৩ হাজার ২২৯ মেঃ টন। ঘটতি পুরনে জলাশয়, বিল নার্সারি স্থাপন, অভয়াশ্রম, খামার স্থাপন, মৎস্যচাষি, মৎস্যজীবী প্রশিক্ষ, জলাশয় সংস্কার, সরকারি, বে-সরকারি হ্যাচারিসহ বিভিন্ন উদ্যোগে মাছের উৎপাদন বাড়াতে মৎস্য চাষিদের উদ্ভুদ্ধ করা হচ্ছে।
এছাড়া নিয়মিত বাজার মনিটরিংসহ অবৈধ কারেন্ট জাল ব্যবহারকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। মৎস্য সপ্তাহ উযাপন উপলক্ষে বেশকিছু কর্মসুচি হাতে নেয়া হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মাহবুবর রহমান এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারিক আহেম্মদ বীর, জেলা মৎস্য কর্মকর্তা খালিদুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল করিম প্রধান, সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল, দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, প্রচার সম্পাদক রেদওয়ানুল হক মিলন, প্রবীন সাংবাদিক সৈয়দ আব্দুল করিম, বিটিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা পলকসহ জেলার গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য “নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপনের খবর জেলার গনমাধ্যমকর্মীদের ভুমিকা পালনের পাশাপাশি সকলের সহযোগীতা কামনা করেন জেলা প্রশাসক।

 

 


এধরনের আরও সংবাদ