• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

জমি বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ে এক মুক্তিযোদ্ধা আহত

সাংবাদিকের নাম / ২২৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ জমি বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ে ফইজুল ইসলাম নমে এক মুক্তিযোদ্ধাসহ ৩জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার রুহিয়া মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মুক্তিযোদ্ধা ফইজুল ইসলাম ও তার পরিবারের অভিযোগ আজ সকালে বসতভিটার পাশে ক্রয়কৃত জমিতে মাটি ভড়াট কাজ করতে গেলে প্রতিবেশি চিহ্নিত কয়েকজন ব্যাক্তি হঠাৎ করে আমাদের উপাড় হামলা চালায়। এসময় ওই জমি তাদের বলে দাবি করে। কিন্তু তাদের নামে কোন কাগজপত্র নেই। ওই জমি আমাদের, যাবতীয় সকল কাগজপত্র আমাদের কাছে আছে। আমরা মনে করি জোর করে তারা আমাদের জমি দখল করে নিতে চায়। আমি প্রশাসনের সহযোগীতা কামনা করছি।
এ বিষয়ে উপজেলা কমান্ডার সুবোধ চন্দ্র রায় জানান, ঘটনাটি সত্য আমি হাসপাতালে গিয়েছিলাম মুক্তিযোদ্ধা ফইজুল ইসলাম, তার ছেলে রাজু ও রঞ্জু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদেরকে আইনগত সহায়তা নেয়ার পরামর্শ প্রদান করেছি।


এধরনের আরও সংবাদ