• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

জমকালো আয়োজন ঠাকুরগাঁও এসএসসি ৯৯ ব্যাচের ঈদ পুনর্মিলনী

সাংবাদিকের নাম / ৭৯ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

নিউজ ডেক্সঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল এসএসসি ৯৯ ব্যাচের ঈদ পুনর্মিলনী উৎসব। গতকাল বুধবার (৪ এপ্রিল ২০২২) দিনব্যাপি এ উৎসব চলে জেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে।
উৎসবের এ আয়োজনে জেলার পাঁচ উপজেলার এসএসসি ৯৯ ব্যাচের বন্ধুরা অংশ নেয় এক প্লাটফর্মে। ঈদের দিত্বীয় দিন পরিবার পরিজন নিয়ে উপভোগের পাল্লা ভরপুর হয়ে উঠে। উৎসবকে ঘিরে নানা রকম আয়োজন চলে সেখানে। শিশুদের বিনোদনে নাচ গান পুরস্কারের পাশাপাশি বন্ধু বাদ্ধবিসহ বন্ধুদের সহধর্মিনীদেরও এককাতারে রেখে রমজানেরই রোজার শেষে গানে গানে মিলিত হয় সবাই।
শুধু তাই নয় তাদের জন্যই আয়োজন করা হয় বিভিন্ন খেলায় অংশ গ্রহন করে লটারিতে পুরস্কার জিতার ব্যবস্থা।
বছর ঘুরে এসএসসি ৯৯ ব্যাচের এমন আয়োজনে সম্মিলিত হতে পেরে খুশি কন্যা, জয়া, জননীসহ সবাই। প্রতি বছরের মত এবারো এমন আয়োজন মুগ্ধতা ছড়িয়েছে পুরো জেলা জুড়ে। বন্ধুত্ব থাক অটুট। বেঁচে থাক সবার প্রতি সবার ভালবাসা এমনটাই আশা এসএসসি ৯৯ ব্যাচের সকলের।


এধরনের আরও সংবাদ