• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪০ অপরাহ্ন

জনসমাগমে হুড়োহুড়ি করে বিএনপির মাস্ক বিতরণ!

সাংবাদিকের নাম / ৪৯ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ উদ্দেশ্য করোনা ভাইরাস ঠেকানো। কিন্তু সেই উদ্যোগ চলেছে কাঁধে কাঁধ মিলিয়ে মানববন্ধনের পর হুড়োহুড়ি করে মাস্ক বিতরণ করে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণের আয়োজন করে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী প্রজন্ম দল। এর আগে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বক্তব্যে তিনি বলেন, সবাইকে করোনা ঠেকাতে কাজ করতে হবে। সে জন্য জনসমাগম এড়িয়ে চলারও পরামর্শ দেন তিনি।

বিশ্ব যখন করোনা ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলছে তখন এভাবে হুড়োহুড়ি করে মাস্ক বিতরণ করাকে তিনি সমর্থন করেন কিনা, সময় সংবাদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হয় শামসুজ্জামান দুদুকে।

উত্তর সরাসরি এড়িয়ে গেলেও তিনি জানান, বহু মানুষের সমাগম করা ঠিক নয়। এটা রাজনৈতিক দলগুলোর এড়িয়ে যাওয়া উচিত। তবে আয়োজকরা দাবি করেন, তারা বহু চেষ্টা করেও পথচারীদের হুড়োহুড়ি ঠেকানো যায়নি।


এধরনের আরও সংবাদ