• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

জনগণের জীবনমান উন্নত করতে প্রথম প্রয়োজন নিরাপত্তা: প্রধানমন্ত্রী

সাংবাদিকের নাম / ৪০ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করতে পুলিশকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊধ্বর্তন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, সব বাহিনীর ওপর ভর করে অতীতের সরকারগুলো ক্ষমতায় আসলেও তাদের কল্যাণে কাজ করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পুলিশের জন্য বিভিন্ন সুবিধা নিশ্চিত করে।

এ সময় তিনি বলেন, ‘আমাদের সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, বিমানবাহিনী যে বাহিনীই হোক সব জায়গায় আমি দুর্দশাগ্রস্ত অবস্থা দেখেছি। যাদের ঘাড়ে বন্দুক রেখে যারা ক্ষমতায় এসেছে তাদের কল্যাণেও কোনো কাজ করেনি। তাদের ব্যবহার করেছে আর বার বার ক্যু হয়েছে। যার ফলে সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যেদের হত্যা করা হয়েছে।’

এ সময় তিনি আরো বলেন, ‘ঠিক একইভাবে প্রত্যেক প্রতিষ্ঠানে দেখেছি একটা অরাজকতা পরিস্থিতি। আমি এ দেশের জনগণের জীবন মান উন্নত করতে চাই, যেটা করতে প্রথম প্রয়োজন মানুষের জীবনের নিরাপত্তা এবং রাষ্ট্রটা যেন সুষ্ঠুভাবে চলতে পারে। আর রাষ্ট্র তখনই সুষ্ঠুভাবে চলতে পারবে যখন দেশের আইনশৃঙ্খলাবাহিনী সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে।’


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.