• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

চীন থেকে আর কাউকে দেশে আনবে না সরকার

সাংবাদিকের নাম / ৫৪ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ থেকে সবাইকে রক্ষায় চীন থেকে আর কাউকে দেশে ফিরিয়ে না আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সংক্রান্ত সচিব শেখ মুজিবুর রহমান বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান।

সচিব শেখ মুজিবুর রহমান বলেন, চীনে যারা আছেন, তাদের দেশে আনার একটি দাবি উঠেছে তাদের পরিবারের পক্ষ থেকে। তারা যে যুক্তিগুলো দিচ্ছে, যে খাবারের অভাবসহ অন্য সব প্রয়োজনীয় জিনিস পাচ্ছে না। আমরা খোঁজ নিয়েছি, তাদের কোন খাবারের অভাব নেই। বরং তাদের সব ধরণের সাপোর্ট দেয়া হচ্ছে। সুতরাং তাদের এই মুহূর্তে আনার কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।

তিনি বলেন, বিশেষ বিমানে যে আমরা তাদের নিয়ে আসলাম। সেই বিমানের ক্রু ও পাইলটদের অন্য দেশ গ্রহণ করছে না। তাই পরের লটে চীন থেকে কাউকে নিয়ে আসার কোনো সিদ্ধান্ত আমাদের কাছে আসে নাই। আপাতত চীন থেকে কাউকে আনা হচ্ছে না।


এধরনের আরও সংবাদ