• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

চিনিকল রক্ষায় ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

সাংবাদিকের নাম / ৪৯ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ পাঁচ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছে রাষ্ট্রায়াত্ত্ব চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদ জেলা শাখা। আজ মঙ্গলবার সকালে সদরের রোড এলাকায় এ কর্মসুচি পালন করেন তারা।
এসময় রাষ্ট্রায়াত্ত্ব চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদ জেলা শাখা আহবায়ক মাহবুবু আলম, আখ চাষি সমিতির সভাপতি আনোয়ার হোসেনসহ বক্তারা বলেন, সুগারমিলটিকে আধুনিকায়ন, ডিষ্টিলারি ইউনিট, বিদ্যুতকেন্দ্র ও সুগার বিট প্রকল্প দ্রুত বাস্তবায়ন, শ্রমিকদের বকেয়া বেতন, আখের ন্যায্য মুলসহ ৫ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। কর্মসুচিতে রাষ্ট্রায়াত্ত্ব চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদ জেলা শাখার সদস্যরা ছাড়াও অনেকে উপস্থিত ছিলেন।


এধরনের আরও সংবাদ