• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৩১ অপরাহ্ন

চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাব-১৩ এর ভ্রাম্যমান আদালত

সাংবাদিকের নাম / ৫৬ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২০

নিউজ ডেস্কঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে যে কোন ধরনের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে তৎপর থাকে এবং অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল তারিখ ১২ জুলাই ২০২০ খ্রিঃ দুপুরে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন ও এএসপি সামুয়েল সাংমা দ্বয়ের নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মমতাজ বেগম এর সাথে যৌথভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এই অভিযানে ১। মুন্না ফার্মেসী’র মালিক মোঃ মুন্না ইসলামকে ৩,০০০/- (তিন হাজার ) টাকা, ২। বাপ্পী ষ্টোর এর মালিক দীপক দত্ত’কে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ৩। হলুদ মিল এর মালিক মদন প্রসাদ’কে ৫,০০০/- (পাঁচ হাজার)টাকা, ৪। শামসুদ্দিন আটামিল এর মালিক মনিউর রহমান’কে ৮,০০০/- টাকা জরিমানা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় মেয়াদ উত্তীর্ণ কোন ঔষধ বিক্রয় করার শাস্তি, ৪৫ ধারায় প্রতিশ্রæত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার শাস্তি, ৪২ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের শাস্তি এবং ৪১ ধারায় জ্ঞাতসারে ভেজাল মিশ্রিত পণ্য তৈরি/বিক্রি করার শাস্তি হিসেবে ০৪ (চার)টি প্রতিষ্ঠানের মালিককে সর্বমোট ২১,০০০/- (একুশ হাজার) টাকা জরিমানা করেন।

-প্রেস রিলিজ


এধরনের আরও সংবাদ