• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

গেল সপ্তাহে মিলটিতে এ ধরনের ঘটনা ঘটলেও গুরুত্ব দেয়নি মিল মালিক নিহতের পরিবার ও এলাবাসির অভিযোগ

সাংবাদিকের নাম / ৪৮ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে ভাই ভাই চালকল হাস্কিং মিলের বয়লার বিস্ফোরন হয়ে নিহত হওয়ায় পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের উপার্যনক্ষম ব্যাক্তিকে হারিয়ে অসহায় পরিবারের স্বজনরা বার বার মুর্ছা যাচ্ছেন। এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। আর এ ঘটনার পর প্রশাসনের উর্ধতন কর্মকর্তা জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে সহায়তার আশস্ত করেছেন। স্বজনদের অভিযোগ গেল সপ্তাহে মিলটিতে এ ধরনের ঘটনা ঘটলেও গুরুত্ব দেয়নি মিল মালিক।
ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজাগাঁও গ্রামে অবস্থিত ভাই ভাই হাসকিং মিলে শ্রমিকরা আজ সকাল থেকে ধান সিদ্ধের কাজ করছিল ৪ শ্রমিক। এসময় হঠাৎ হাসকিং মিলের বয়লারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে বয়লারের গরম পানিতে ঝলসে গিয়ে ঘটনাস্থলে সলেমান আলী নামে এক শ্রমিক মারা যায়। আহত হয় আরো ৩ শ্রমিকসহ স্থানীয় পাচজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। গেল সপ্তাহে ওই মিলেই এধরনের ঘটনা ঘটলেও মিল মালিক কর্তৃপক্ষের উদাসিনতায় এঘটনা ঘটেছে বলে দাবি স্বজন ও এলাকাবাসি। আর আহতরা
সবাই শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
নিহত সলেমান আলীর মেয়ে সেলিনা, এলাকাবাসি খলিলুর রহমান, রমজান
রাজাগাঁ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশারুল ইসলাম জানান, এ ঘটনার পর তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে বর্তি করা হয়েছে। এমন অনাকাঙ্খিত ঘটনায় আমরা মর্মাহত। নিহত পরিবারকে সহায়তা প্রদানে ব্যবস্থা নেয়া হবে।
আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিনার ডাঃ মোঃ রকিবুল আলম জানান, বয়লার বিস্ফোরনে একজন মারা গেছেন। আর শিশুসহ ৮জন হাসাপাতালে ভর্তি আছেন। আমরা তাদেরকে চিকিৎসা প্রদানে রয়েছি।
এ ঘটনায় মিল শ্রমিক সহুল আলম সনু (৬০),মনতাজ রহমান (৫৫),বাদল (২৮), তার ছেলে জহরুল ইসলাম (৪৫),বাদিয়া মার্কেটের দোকানদার তুলশি (২৮),পথচারী আরিফ(১৫),আলম(৪৫),আরফিনা(১৬) সহ ৮ জন ঝলসে গিয়ে আহত হয়।


এধরনের আরও সংবাদ