• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

গুজব ছড়ানোর অভিযোগে কার্টুনিস্ট ও লেখক গ্রেফতার

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৬ মে, ২০২০

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে একজন কার্টুনিস্ট ও লেখককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (০৫ মে) রাতে তাদের গ্রেফতারের পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-৩।
গ্রেফতারদের মঙ্গলবার রাতেই রমনা থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে সকালে আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানিয়েছেন, ফেসবুকে করোনাভাইরাস নিয়ে এবং সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগে র‍্যাব একটি মামলা করেছে গত রাতে। তার ভিত্তিতেই এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে।


এধরনের আরও সংবাদ