• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

গাইবান্ধায় দুই প্রবাসীর সংস্পর্শে থাকা ৮৯ জনের নমুনা সংগ্রহ

সাংবাদিকের নাম / ৫৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ করোনা শনাক্ত আমেরিকা প্রবাসী মা-ছেলের সংস্পর্শে গাইবান্ধার সাদুল্যাপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা ও নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর।

মঙ্গলবার সকালে (২৪ মার্চ) জাতীয় রোগ তত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) চার সদস্যর প্রতিনিধি দলটি সাদুল্যাপুর উপজেলার হবিল্লাপুর গ্রামে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করে।

এছাড়া সদর, সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা ও নমুনা সংগ্রহ করেছেন প্রতিনিধি দলটি।

জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, সকালে প্রতিনিধি দলের সদস্যরা দুই প্রবাসীর সংস্পর্শে থাকা পরিবারটির সদস্য ছাড়াও ৮৯ জনের তালিকা করে রক্ত, কফসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে দুই প্রবাসীর সংস্পর্শে করোনা সংক্রমণের বিষয়টি।

এরআগে সোমবার বিকেলে আইইডিসিআরের চার সদস্যের প্রতিনিধি দলটি ঢাকা থেকে গাইবান্ধা পৌঁছান। পরে সন্ধ্যায় শহর এলাকায় বাসা-বাড়ির কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের রক্ত, কফসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.