• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

গর্হিত কাজ করেছেন কূটনীতিকরা: প্রধানমন্ত্রী

সাংবাদিকের নাম / ৪৩ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন দূতাবাসে চাকরিরত বাংলাদেশিদের বিদেশি পর্যবেক্ষক নিয়োগ দিয়ে গর্হিত কাজ করেছেন কূটনীতিকরা। তাদের পর্যবেক্ষণের সুযোগ না দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সিটি কলেজ কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ভোট দেয়ার পর এ কথা বলেন প্রধানমন্ত্রী। সকালে কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে ইভিএমে ভোট দেন তিনি। এ সময় দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলে নূর তাপসসহ কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ভোট দেয়া শেষে প্রধানমন্ত্রী ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীর নির্বাচিত হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, ইভিএমে ভোট দেয়া শান্তিপূর্ণ হওয়ায় ভবিষ্যতে সারাদেশে ইভিএমে ভোট নেয়া হবে। বিএনপি অবৈধভাবে ভোটকেন্দ্র দখল করতো বলেই ইভিএমের বিরোধিতা করছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দূতাবাসে বাংলাদেশের অনেক নাগরিক চাকরি করেন। যারা বাংলাদেশের নাগরিক সেখানে চাকরি করেন, চাকরিজীবী। তাদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে-এটা অত্যন্ত গর্হিত কাজ করেছেন। এর মধ্যে অনেক ধরনের বৈরী লোকও আছে, যাদের আমি চিনি। কেউ ১৫ আগস্ট জাতির পিতার হত্যাকাণ্ড জড়িত ছিল, কেউ ছিল স্বাধীনতা বিরোধী। যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালিয়েছে তাদের উত্তরসূরি এ রকম বহুজন আছে। নির্বাচন কমিশন এটা কীভাবে গ্রহণ করল? গ্রহণ যেন না করেন এবং তারা ভোট কেন্দ্রে না আসতে পারেন। তারা ভোট দিতে আসতে পারেন, পর্যবেক্ষক হিসেবে না।

তিনি আরো বলেন, ইভিএমে ভোট দিলাম, খুব অল্প সময়ে অত্যন্ত সহজেই আমি ভোট দিতে পেরেছি। পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশে এ ডিজিটাল পদ্ধতিতে ভোট দেয়ার ব্যবস্থা করবেন আমাদের নির্বাচন কমিশনাররা।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.