নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যার বিষয়ে বিজিবি মহাপরিচালক ইতোমধ্যেই প্রতিবাদ জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও প্রতিবাদ জানানো হবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, গত দু’দিনে সীমান্তে হত্যার ঘটনাগুলোর সূত্রপাত জেনে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মনে করি তারা যথার্থই বলেছেন এ গণহত্যার দায় মিয়ানমারকে স্বীকার করতেই হবে। তাদের জোরপূর্বক তাদের নাগরিক আমাদের দেশে ঠেলে পাঠিয়ে দিয়েছি। তাদের ফেরত নিতেই হবে। আমি মনে করি আদালত থেকে রায়টি সেভাবেই আসবে।