• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন

গণতন্ত্র ও ভোটাধিকার পুণরুদ্ধারের দাবিতে ঠাকুরগাঁওয়ে সমাবেশ অনুষ্ঠিত

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ গণতন্ত্র ও ভোটাধিকার পুণরুদ্ধারের দাবিতে ঠাকুরগাঁওয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের সভাপতিত্ব এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ জাফুরুল্লাহ, যুগ্ম সাঃ সম্পাদক মোঃ পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা রেজু, আইনজীবী ফোরামের পক্ষে এ্যাড. আশিকুর রহমান রিজভী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, জেলা যুবদলের সাঃ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন তুহিন সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুণরুদ্ধারের বিএনপি অন্দোলন সংগ্রাম চালানোর চেস্টা অব্যাহত রেখেছে। কিন্তু এ সরকারের পেটুয়া বাহিনী দিয়ে তা রুখতে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। যা গনতন্ত্রের জন্য হুমকি। জনগন কথনই তা বরদাস্ত করবে না। এক সময় তা জেগে উঠবেই। সুদিন আসবেই সেদিন আর কেউ রুখতে পারবেনা।


এধরনের আরও সংবাদ