• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

খালেদার পরবর্তী জামিন শুনানি বৃহস্পতিবার

সাংবাদিকের নাম / ৫৬ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার ধার্য করেছেন আদালত। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একে এম জহিরুল হকের সম্বনয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ দিন ধার্য করেন।

দুপুর দুইটায় এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু হয়। শুনানিকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে গত মঙ্গলবার তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা।

উল্লেখ করে, গত বছরের এপ্রিল থেকে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন আছেন বেগম জিয়া। চ্যারিটেবল দুর্নীতি মামলায় এর আগেও তিনবার জামিন চেয়ে আবেদন করেন বেগম জিয়া, তিনবারই তা খারিজ হয়। এবারও জামিন ঠেকাতে আইনগতভাবে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী।


এধরনের আরও সংবাদ