• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন

ক্রিকেট সামগ্রী বিতরণ

সাংবাদিকের নাম / ৫৪৬ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ “ক্রীড়ায় শক্তি,,মাদক থেকে মুক্তি”ক্রীড়া নিয়ে লড়বো,,সোনার বাংলা গড়বো” এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে খেলোয়াড়দের মাঝে ফুটবল ও ক্রিকেট সেট বিতরণ করা হয়েছে। বুধবার বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন।

উপজেলা প্রশাসনের তথ্য মতে, যুবকদের খেলাখুলায় মনযোগী করতে এবং মাদকাসক্ত থেকে দুরে রাখতেই এসব কর্মসুচি চলমান রয়েছে। তারই অংশ হিসেবে আজ বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড়পলাশবাড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে একটি করে ক্রিকেট সেট ও একটি করে ফুটবল বিতরণ করা হয়েছে। বিতরণকালে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল বাসার, উপজেলার চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েলসহ অনেকে উপস্থিত ছিলেন।


এধরনের আরও সংবাদ