• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

কুষ্ঠর ওষুধ উৎপাদন-বিতরণে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিকের নাম / ১৪১ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ কুষ্ঠ রোগের ওষধ উৎপাদন ও বিনা মূল্যে বিতরণের জন্য দেশের ওষধ কোম্পানিগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে কুষ্ঠবিষয়ক জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সামাজিক সচেতনতা বাড়ানো গেলে কাঙ্ক্ষিত লক্ষ্য ২০৩০ সালের আগেই দেশকে কুষ্ঠরোগমুক্ত করা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে কুষ্ঠ রোগ নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি হয়েছে। সবচেয়ে যেটা আগে প্রয়োজন সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি করা, তাছাড়া সাধারণ মানুষকে বলতে চাই তারা আমাদের সমাজের একজন। এতটুকু বলতে চাই তাদের দূরে ঠেলে দেবেন না। যদি এ ধরনের লোক পাওয়া যায় তাদের সহানুভূতির সঙ্গে দেখা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং তারা যেন ভালো চিকিৎসা পান তার ব্যবস্থা করা এটা একান্তভাবে প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ক্লিনিক্যাল অগ্রগতি ও সঠিক ব্যবস্থাপনায় পোলিও ধনুষ্টংকারের পর এবারের লক্ষ্য কুষ্ঠরোগমুক্ত দেশ গড়ার। দেশের ওষুধ কোম্পানিগুলোকে কুষ্ঠরোগের ওষুধ উৎপাদন করে বিনামূল্যে বিতরণের উদ্যোগ নেয়ার কথা জানান সরকারপ্রধান।।

দেশের প্রত্যেকটি কুষ্ঠরোগ প্রবণ জেলায় বিশেষ নজরদারি ও তদারক জারি রাখতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ১৯৯৬ সালে কুষ্ঠরোগীর চিকিৎসার জন্য যে উদ্যোগটা নেয়া হয়েছিল তার শুভ ফলটাও আমরাও দেখেছি। যেসব এলাকায় এ রোগ দেখা যাচ্ছে সেখানে বিশেষ দৃষ্টি দিতে হবে। সেখানে চিকিৎসা ও সচেতনতা সৃষ্টি করতে হবে। এবং মানুষের থাকা খাওয়ার সবদিকে দৃষ্টি দিতে হবে।


দুই দশক আগেও দেশে প্রতি ১০ হাজারে ৪ দশমিক ৮ জন রোগী সংক্রামক কুষ্ঠরোগে আক্রান্ত হতো। সেই সংখ্যা এখন অনেকটাই কমেছে, কিন্তু এখনো দেশে প্রতিবছর সাড়ে ৩ হাজারের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে কুষ্ঠরোগে।

২০৩০ সাল নাগাদ দেশকে কুষ্ঠমুক্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় কুষ্ঠরোগ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এধরনের আরও সংবাদ