• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন প্রাচী দেশাই

সাংবাদিকের নাম / ১৬০ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্কঃ বলিউডের মারাত্মক এক সমস্যার নাম ‘কাস্টিং কাউচ’। এ নিয়ে এর আগে অনেক অভিনেত্রী এ নিয়ে মুখ খুলেছেন। ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন অনেকে। এবার সে তালিকায় যোগ হলো বলিউড অভিনেত্রী প্রাচী দেশাইয়ের নাম।

এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচের ভয়ংকর অভিজ্ঞতার নিয়ে কথা বলেছেন প্রাচী। তিনি জানান, বিগ বাজেটের একটি সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছিলেন তিনি। পরিচালক নিজেই তাকে ফোন করেছিলেন। কিন্তু বাজে প্রস্তাব দেয়ায় কাজটি ফিরিয়ে দিয়েছিলেন প্রাচী।

২০০৬ সালে ‘কসম সে’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে প্রাচীর। প্রথম ধারাবাহিকেই রাম কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। সুপার হিট হয়েছিল এটি। উঠতে থাকে তার ক্যারিয়ার।

২০০৮ সালে ‘রক অন’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান প্রাচী। এর পর একে একে অভিনয় করেন ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘বোল বচ্চন’, ‘আজহার’ সহ অসংখ্য সিনেমায়। কিন্তু হঠাৎ করেই তার ক্যারিয়ারে ধস নামে। শোনা যায়, একতা কাপুরের সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই অনেক কাজ হাতছাড়া হয়েছে তার।


এধরনের আরও সংবাদ