স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড কোর্স চালু রাখার দাবিতে ঠাকুরগাঁওয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে জেলার সাতটি প্রতিষ্ঠানের প্রধানগণ জেলা প্রশাসক মাহবুবুর রহমানের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা বলেন, নিজ উদ্যোগে অর্থায়নে প্রতিষ্ঠিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড কোর্স ৩৬০ ঘন্টা বা ৩/৬ মাস মেয়াদী কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডেই এই চলমান রাখতে হবে। একটি চলমান না থাকলে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার দায়িত্বভার গ্রহনকারি ৩৭শ প্রতিষ্ঠানের ২৫ হাজার প্রশিক্ষক ও কর্মচারী এবং তদসংশ্লিষ্ট এক লক্ষ লোকের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। এ অবস্থায় উল্লেখিত কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেই পরিচালনার জন্য আহ্বান জানান তারা। স্মারকলিপি প্রদানের সময়, পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ একাডেমীর প্রতিষ্ঠান প্রধান নূরনবী, জেলা শহরের মিনাল কম্পিউটার প্রশিক্ষণ একাডেমী প্রধান সাজেদুর রহমান সাজু, পীরগঞ্জ প্যাসিফিক কম্পিউটার এডুকেশনের প্রধান মহসিন আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।