• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান তিস্তা ব্যাটালিয়ান

সাংবাদিকের নাম / ১২৬ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ান কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে তিস্তা ব্যাটালিয়ান-২ (৬১ বিজিবি’র) খোলোয়াড়রা। আর সামন্য ব্যবধানে জয় অর্জনে ব্যর্থ হয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ান (৫০ বিজিবি’র) খোলোয়াড়রা। এমন কম্পিটিশনে জয়ে বাঁধ ভাঙ্গা উল্লাস ছিল বিজিবি সদস্যদের।

ঘড়ির কাটায় বিকেল চারটা গুড়ি গুড়ি বৃস্টির মধ্যে ঠাকুরগাঁও ব্যাটালিয়ান (৫০ বিজিবি) মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয় রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ান কাবাডি প্রতিযোগিতার চ্যাম্পিয়ান খেলা। ফাইনাল খেলায় তিস্তা ব্যাটালিয়ান-২ (৬১ বিজিবি) ও ঠাকুরগাঁও ব্যাটালিয়ান (৫০ বিজিবি’র) খোলোয়াড়রা মাঠে নামে।

চল্লিশ মিনিটের এ খেলায় অংশ নিয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ান (৫০ বিজিবি’র) খোলোয়াড়রা তুমুল লড়াইয়ে এগিয়ে থাকে। দশ মিনিট খেলা গড়ানোর পর স্কোর বোর্ডে পয়েন্ট কমতে থাকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ানের। পয়েন্টের পাল্লা ভাড়ি হতে থাকে তিস্তা ব্যাটালিয়ানে।

বিশ মিনিট খেলা শেষে বিরতির পর পয়েন্ট আবারো বাড়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ানের ঘরে। এ সময় উভয় পক্ষের এক-তিন পয়েন্ট ব্যবধান থাকতে দেখা যায়। পরবর্তিতে পত্রিশ মিনিটের মাথায় টান টান উত্তেজনায় পয়েন্টের পাল্লা ভারি হয়ে ২৫ বাই ২৮ পয়েন্টের ব্যবধানে ঠাকুরগাঁও ব্যাটালিয়ানকে পরাজিত করে তিস্তা ব্যাটালিয়ানের খেলোয়াড়াররা। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন। আর এমন ফাইনাল ম্যাচ দেখতে পেরে উল্লাসে ফেঁটে পরেন বিজিবি সৈনিকেরা।

অনুষ্ঠানে প্রধাণ অতিথি ছিলেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোর্শেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ইয়াছির জাহান পিএসসি,ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল এইচ এম হাফিজুর রহমান এসপিপি পিএসসি, ঠাকুরগাঁও হাসপাতালের অধিনায়ক লেঃ কর্নেল ডাঃ রাশিদুল ইসলাম, ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজীর আহম্মদসহ অনেকে।

এ সময় খেলা উপভোগ কারিরা জানান, সদর দপ্তরের উদ্যোগে এমন প্রতিযোগীতার আয়োজন যা আমাদের মুগ্ধ করেছে। খেলাধুলা মন ও স্বাস্থ্য ভাল রাখে। আমরা চাই সব সময় যেন এ ধনের প্রতিযোগীতা মুলক খেলার উদ্যোগ নেয়া হয়।

এ বিষয়ে রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোর্শেদ আলম জানান, কাবাডি খেলা উপমহাদেশে জনপ্রিয় জানিয়ে সৈনিকদের জাতীয় পর্যায়ে খেলার সুযোগ সৃস্টি করতেই এমন উদ্যোগ বলে জানান তিনি।

রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ান কাবাডি প্রতিযোগিতায় রংপুর বিভাগের পনেরটি ব্যাটালিয়ানের সদ্যসরা অংশ নেয়।

 


এধরনের আরও সংবাদ