• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

করোনা সন্দেহে ঠাকুরগাঁওয়ের আরও ৫ জনের নমুনা সংগ্রহ

সাংবাদিকের নাম / ৪৯ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সন্দেহে পরীক্ষা নিরীক্ষার জন্য ঠাকুরগাঁওয়ের আরও ৫ ব্যক্তির নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল আগামীকাল মঙ্গলবার পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার সন্ধ্যায় সর্বশেষ এ তথ্য জানান ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মোঃ মাহাফুজার রহমান সরকার । তিনি বলেন, এই পাঁচ ব্যক্তি জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত। স্থানীয় স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম বাড়ীতে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করেছে এবং তাদেরকে নিজ বাড়ীতেই হোম কোয়ারেইন্টেনে থাকতে বলা হয়েছে।
এর আগেও ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলা থেকে ৩ ধাপে ২১ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের কারো দেহে করোনা সংক্রমণ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন।


এধরনের আরও সংবাদ