নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সচেতনতায় ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী নতুন প্রচারণায় নেমেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ছবির ডায়ালগ পরিবর্তন করেছেন। ডায়ালগ পরিবর্তনের একটি ভিডিও তিনি পোস্টও করেছেন ইনস্টাগ্রামে।
কলকাতায় মুক্তি পাওয়া ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার বেশকিছু মজার দৃশ্যের কথা হয়তো অনেকের মনে আছে। ছবিটি একটি দৃশ্যে দেখানো হয়েছে প্রেমিকের (সোহম) এইডস আছে কিনা জানতে রক্ত পরীক্ষা করিয়ে ছিলেন নার্স রিয়া (মিমি)।
এবার সেই ছবির মিমি-সোহমের সেই দৃশ্যের ডায়ালগ কিছুটা বদলে করোনা সচেতনতা প্রচারে ব্যবহার করলেন সাংসদ, অভিনেত্রী মিমি।