• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

করোনা মোকাবিলায় এগিয়ে এলেন ক্রিকেটাররা

সাংবাদিকের নাম / ৪৬ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ করোনা মোকাবিলায় এগিয়ে এলেন দেশের ক্রিকেটাররা। বেতন ভাতার ৫০ শতাংশ দিয়ে তহবিল গঠন করেছেন তারা। এখন পর্যন্ত তহবিলে জমা হয়েছে ৩০ লাখ ১৫ হাজার টাকা।

নিজেদের এ উদ্যোগের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ক্রিকেটাররা। সেখানে একটা তালিকাও দেয়া হয়। বিভিন্ন সময় জাতীয় দলে খেলা ২৭ জন তাদের বেতন ভাতার অর্ধেক তহবিলে জমা দিয়েছেন।

এর মধ্যে আছেন, মাশরাফী, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহসহ সব তারকা ক্রিকেটার। ফেসবুক অ্যাকাউন্টে মুশফিকুর রহিম লিখেছেন, করোনার বিরুদ্ধে জিততে তাদের এ উদ্যোগ মোটেও যথেষ্ট নয়।

তারপরও সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যদি তাদের সামর্থ্য অনুযায়ি এগিয়ে আসে তাহলে এ লড়াইয়ে যেতা সম্ভব। ২৭ জন ক্রিকেটারের পাশাপাশি অন্যদেরও এগিয়ে আসার অনুরোধ করেন মুশফিক।


এধরনের আরও সংবাদ