• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

করোনা: প্রধানমন্ত্রীকে ফোন করলেন চীনের প্রেসিডেন্ট

সাংবাদিকের নাম / ৩৮ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২০ মে, ২০২০

নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে একটি অভিজ্ঞ দল পাঠানোর ইচ্ছা পোষণ করেছে বেইজিং।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার (২০ মে) বিকেলে টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন, প্রয়োজনে করোনা পরিস্থিতি সামাল দিতে চীন থেকে অভিজ্ঞ দল পাঠাতে প্রস্তুত চীন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বুধবার বিকেল ৫টার পর শি জিনপিং ও শেখ হাসিনা টেলিফোনে কথা বলেন। এ সময় দুই শীর্ষ নেতা প্রায় ২৫ মিনিট ধরে নিজেদের মধ্যে কথা বলেন। করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহায়তার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন গতিশীল করতেও চীন প্রস্তুত রয়েছে বলে শেখ হাসিনাকে জানান শি-জিনপিং৷
মহামারির এই পরিস্থিতিতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও চীন বাংলাদেশের জন্য সমর্থন দিয়ে সহায়তা করবে বলেও আশ্বস্ত দেয়া হয় প্রধানমন্ত্রীকে। টেলিফোন সংলাপে দুই নেতা করোনা সামাল দিতে বিশ্ব নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ প্রয়াসের উপর গুরুত্বারোপ করেন।
কথোপকথনে শেখ হাসিনা, বিভিন্ন সময়ে করোনা ভাইরাস মোকাবিলায় সুরক্ষা সরঞ্জামসহ চিকিৎসা উপকরণ সরবরাহের জন্য ধন্যবাদ জানান শি জিনপিংকে। এছাড়া বাংলাদেশের সঙ্গে কৌশলগত কূটনৈতিক সম্পর্কের আওতায় আরও কাজ করার বিষয়েও ঐক্যমত্য প্রকাশ করেন শেখ হাসিনা ও শি-জিনপিং৷


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.