• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

করোনা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে সচেতনতায় সেনাবাহিনী

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে করোনা সচেতনতায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে দূরত্ব বজায় রাখতে রেখা অংকনসহ বিভিন্ন কার্যক্রম তদারকি করেছেন সেনাবাহিনী। আজ সোমবার জেলা শহরের শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল নজরুল ইসলাম কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, সরকারের বিধি নিষেধগুলো বাস্তবায়নে করোনা মোকাবেলায় জেলা প্রশাসনকে সহযোগী করছে সেনাবাহিনী। সেনাবাহিনীর স্থানীয় প্রশাসনের পদক্ষেপগুলোকে আরও বেগবান করা। এছাড়া সাধারণ মানুষ যেন আতংকিত না হয় এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী মানুষের পাশে থাকবে ।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বাংলাদেশ সেনাবাহিনীর সৈয়দপুর চার বেঙ্গলের পিএসসি লে. কর্ণেল জেএএম বখতিয়ার উদ্দিন, মেজর ফাহাদ বিন আব্দুল আজিজ, পুলিশ সুপার মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন।


এধরনের আরও সংবাদ