• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

করোনা দূর্যোগে ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডশনের মাধ্যমে ইউএসএর সহযোগীতা

সাংবাদিকের নাম / ৬৪ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৮ জুলাই, ২০২১

নিউজ ডেস্কঃ করোনা দূর্যোগে ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডশনের মাধ্যমে ইউএসএর পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর দিয়ে সহযোগীতার হাত বাড়িয়েছে। আজ রোববার বিকেলে ওয়েলফেয়ার ফাউন্ডশন সংগঠন পরিচালনা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাঃ মাহবুবুর রহমানের হাতে উপকরণ সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ওয়েলফেয়ার ফাউন্ডশন ইউএসএর সভাপতি হাসান উল্লাহ ফিলিপ ও সাধারণ মোস্তাক কামাল মামুনের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু ও মোমিনুল হাসান মনি।
মালামাল হস্তান্তরের সময় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কোভিড আক্রান্ত মানুষদের সহায়তায় মার্কিন যুক্তরাস্ট্র বসবাসকারী ঠাকুরগাঁও জেলার অধিবাসীদের সংগঠন ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডশন ইউএসএর পক্ষ থেকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য দুটি বড় অক্সিজেন সিলিন্ডার এবং পীরগঞ্জ ও রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য দুটি বড় অক্সিজেন কনসেনট্রেটর জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামীতে সংগঠনটি আরো ভাল ভুমিকা রাখবে।

 


এধরনের আরও সংবাদ