• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

করোনা আতঙ্কে বিভিন্ন দেশে একে একে বন্ধ হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের প্রভাব বিপর্যস্ত গোটা বিশ্ব। একে একে আক্রান্ত হচ্ছে বিশ্বের প্রতিটি দেশ। এরই মধ্যে ৮০টি দেশের মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। বিশ্বের প্রায় প্রতিটি দেশ সতর্ক বার্তা ছড়িয়ে দিচ্ছে তাদের দেশের জনগণকে যাতে রক্ষা পায় এই ভাইরাস থেকে। শুধু তাই নয় বিশ্বের বেশ কয়েকটি মুসলিম ধর্মাবলম্বী দেশ তাদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।

সৌদি প্রেস এজেন্সী জানায়, মুসলমানদের অন্যতম ধর্মীয় আচার ‘উমরাহ’ বন্ধের ঘোষণা দিয়ে সৌদি আরব। এছাড়া মক্কা এবং মদিনায় বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি রাজ কর্তৃপক্ষ। এছাড়া মুসলমানদের ৫টি ফরজ একটি হজের ওপর করোনার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে সৌদি আরবে ২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলো।

করোনার মারাত্মক প্রভাব পড়েছে বিশ্বের আরেকটি বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ ইরানে। দেশটিতে প্রতিদিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। এ কারণে দেশটির প্রতিটি প্রদেশের রাজধানীতে শুক্রবারের জুম্মার প্রার্থনা বন্ধ ঘোষণা করেছে সরকারি কর্তৃপক্ষ।

এদিকে, সিঙ্গাপুর ভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইস টাইমস জানায়, সে দেশের মুসলিম ধর্মীয় বিষয়ক মন্ত্রী মাসাগস জুলকিফ্লি সে দেশের প্রত্যেক মুসলিমকে মসজিদে প্রার্থনার সময় নিজস্ব জায়নামাজ আনার পরামর্শ দিয়েছেন। এছাড়া একে অন্যের সঙ্গে হাত না মেলানোর পরামর্শ দিয়েছেন। সিঙ্গাপুরে এখন পর্যন্ত ১০০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেশকয়েকটি সংবাদমাধ্যম।

এছাড়া মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ তাজিকিস্তানের সরকারি কর্তৃপক্ষ, তাদের শুক্রবারের জুম্মার প্রার্থনা বন্ধ করে দিয়ে ঘরেই প্রার্থনা করার বিষয়ে পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে পার্শিয়ান নববর্ষ উৎসব নওরোজও বন্ধ ঘোষণা করেছে তারা। এ বছরের ২১ মার্চ থেকে ২৫ মার্চ এই উৎসব হওয়ার কথা ছিল।


এধরনের আরও সংবাদ