নিউজ ডেস্কঃ দেশে করোনা আক্রান্ত তিনজনের মধ্যে সুস্থ হয়ে একজন বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজধানীর মহাখালীতে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, পরীক্ষার পর আমরা যেই তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পেয়েছিলাম তাদের একজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।
তিনি জানান, করোনা ভাইরাসের উপসর্গ আছেন এমন ১৮৭ জনের পরীক্ষা করে আগের তিনজন বাদে কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় ২৪ জনের পরীক্ষা করা হলে তাদের ফলাফল নেগেটিভ এসেছে।
এদিকে সৌদি যেতে করোনামুক্ত এমন স্বাস্থ্য সনদের দরকার নেই বলেও জানান তিনি।
ফ্লোরা বলেন, এখন পর্যন্ত করোনার জন্য খোলা হটলাইনে মোট ৪ হাজার ২১২টি কল এসেছে। তবে অভিযোগ রয়েছে নাম্বার ব্যস্ত পাওয়ার।
করোনার উপসর্গ রয়েছে এমন কাউকে আইইডিআরে সরাসরি না গিয়ে আগে হট লাইনে যোগাযোগের পরামর্শ দিয়ে তিনি বলেন, কারও শরীরে যদি করোনা ভাইরাসের উপসর্গ থাকে এবং তিনি যদি সরাসরি সেখানে আসেন তবে সুস্থ কেউও আক্রান্ত হতে পারেন।