• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

করোনায় সুস্থ্য হওয়া ব্যক্তিদের ফুলের শুভেচ্ছা জানালো দোয়েল সংস্থা

সাংবাদিকের নাম / ৫৮ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২০

নিউজ ডেস্কঃ করোনায় আক্রান্তরা দীর্ঘ দিন চিকিৎসা শেষে সুস্থ্য হওয়ায় তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় স্বেচ্ছাসেবী সংগঠন দোয়েল সংস্থা।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে সুস্থ্য হওয়া সাত জন রোগীকে শুক্রবার ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সংগঠনটি।এ সময় উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, দোয়েল সংস্থার চেয়ারম্যান তারেক হোসেন, পরিচালক বেলাল হোসেন, সাংবাদিক আমিনুল ইসলাম হৃদয় উপস্থিত ছিলেন। পরবর্তিতে সংগঠনটি করোনা কালে উপজেলার যাবতিয় করোনা সংক্রান্ত প্রশাসনিক কাজ সুন্দর ভাবে পারিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলার আইন শৃংখলা স্বাভাবিক রেখে মানুষের সামাজিক দুরত্ব বজায় রাখতে নিরলস পরিশ্রম করা পুলিশ বাহিনী পক্ষে অফিসার ইন চার্জ প্রদীপ কুমার রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষনিক চিকিৎসা সেবা প্রদানকারী সকল চিকিৎসক, নার্স ও সহকারিদের পক্ষে ডাঃ সাখোয়াত হোসেন রোকন,
জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের সংবাদ সংগ্রহ করেতে যাওয়া গণমাধ্যম কর্মীদের পক্ষ হতে পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বিষুপদ রায় কে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সংগঠনটি।
এবং স্ব স্ব দ্বায়িত্ব নিষ্ঠার সাথে পালনের জন্য সকল সরকারি বেসরকারি দপ্তর স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানায় সংগঠনটি।সেই সাথে সংগঠনটি করোনার শুরু থেকেই সচেতনতা মুলক বিভিন্ন প্রচারনা, কর্মহীনদের খাদ্য সামগ্রী, হেন্ড স্যানিটাইজা, মাস্ক, সাবান বিতরণ, শিশুদের চিত্ত বিনোদনের জন্য লুডো, দাবা, গল্পের বই, রং পেন্সিল বিতরণ করে যাচ্ছে। এবং বিভিন্ন হাট বাজার নিয়মিত জীবানু নাশক স্প্রে করা অব্যহত রেখেছে।


এধরনের আরও সংবাদ