• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

করোনার কারণে সীমিত আকারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে স্বাধীনতা দিবস উদযাপনে উন্মুক্ত অনুষ্ঠান ও জনসমাবেশ নিরুৎসাহিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১১ মার্চ) স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, করোনা ভাইরাস ঠেকাতে সাভার স্মৃতিসৌধসহ বিভিন্ন স্থানে স্বাধীনতা দিবস উদযাপনে উন্মুক্ত অনুষ্ঠান ও জনসমাবেশ নিরুৎসাহিত করা হয়েছে। এবার সীমিত আকারে অনুষ্ঠান পালিত হবে।

তিনি আরও বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে রাত ৯টায় এক মিনিটের জন্য সারা দেশের আলো নিভিয়ে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে।

এছাড়া ২৫ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সারা দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।


এধরনের আরও সংবাদ