নিউজ ডেস্কঃ বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। নিউইয়র্কে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
শনিবার (৭ মার্চ) চীনে নতুন করে মারা গেছেন ২৭। আক্রান্ত হয়েছে ৪৪ জন। চীনের দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের কোয়ানঝো শহরে একটি হোটেল ধসে অন্তত ৭০ জন আটকা পড়েছেন।
করোনার কারণে ইরানে এক এমপিসহ নতুন করে আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এছাড়াও অস্ট্রেলিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বজুড়ে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে এই ভাইরাসের সংক্রমণে অন্তত তিন হাজার ছয়শো মানুষ মারা গেছেন।