• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

করোনার ছোবলে মৃতের সংখ্যা ছাড়াল ৩ হাজার

সাংবাদিকের নাম / ৪৬ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ চীনের করোনা ভাইরাস (কোভিড-১৯) অ্যান্টার্কটিকা বাদে ছড়িয়ে পড়েছে সব মহাদেশে।

এখন পর্যন্ত বিশ্বের ৫৬টি দেশে ধরা পড়েছে এ ভাইরাস। ভয়াবহ আকার ধারণ করা এই ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে।

রোববার (১ মার্চ) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩ জনে, যাদের মধ্যে ২৯১২ জনই মারা গেছেন চীনে। আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৭২ জন।

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ২৬ জন। চীনের বাইরে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এ পর্যন্ত ৪ হাজার ২১২ জনের শরীরে কোভিন-১৯ শনাক্ত হয়েছে। মারা গেছেন ২২ জন।

এছাড়া ইতালিতে ১৭০১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪১ জন। হংকংয়ে আক্রান্ত ১০০, মৃত্যু দুইজনের; জাপানে আক্রান্ত ২৫৬, মৃত্যু ছয়জনের; সিঙ্গাপুরে ১০৬ জন করোনায় আক্রান্ত এবং যুক্তরাষ্ট্রে ৮১ জনের শরীরে এ ভাইরাস পাওয়া গেছে।

সোমবার (২ মার্চ) এ খবর দিয়েছে করোনা নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটার।

ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে অন্যান্য দেশেও চীনের মতোই মৃত্যুহার দেখতে হবে বলে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন। উচ্চ থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.