• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

কম ভোট পড়া গণতন্ত্রের জন্য অশনি সংকেত: মাহবুব তালুকদার

সাংবাদিকের নাম / ৪০ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ ঢাকার দুই সিটি নির্বাচনে কম ভোট পড়াকে স্বাভাবিক ঘটনা বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে ইসি সবিচালয়ে নিজ কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেছেন, সিটি নির্বাচনে অস্বাভাবিক কম ভোট পড়া আমার কাছে স্বাভাবিক বলেই মনে হয়। এটা গণতন্ত্রের জন্য অশনিসংকেত হতে পারে, কিন্তু এটাই বাস্তবচিত্র। জনগণ নির্বাচন বা ভোটের প্রতি নিরাসক্ত। তাই নানা প্রকার ব্যাখ্যা বা অপব্যাখ্যা দিয়ে এই বাস্তব অবস্থার চিত্রটি খণ্ডন করা যাবে না।

বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান মাহবুব তালুকদার বলেন, বাংলাদেশে নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যত কী? এই প্রশ্নের সামনে আমাদেরকে দাঁড় করিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে ভোটের প্রতি জনগণের অনীহা দেখে মনে প্রশ্ন জাগে, জাতি কি ক্রমান্বয়ে গণতন্ত্রহীনতার দিকে এগিয়ে যাচ্ছে?

নির্বাচন ব্যবস্থার সংস্কার জরুরি হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, ভোটকেন্দ্রে বিরোধী পক্ষের দৃশ্যমান অনুপস্থিতি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই নির্বাচন প্রক্রিয়ার সংস্কার ও নির্বাচন ব্যবস্থাপনার পরিবর্তন অপরিহার্য হয়ে উঠেছে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.