• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

কঠোরতার মাঝেই ঢাকায় ঢোকারমুখে মানুষের ভিড়

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ কঠোর নজরদারির মধ্যেও রাজধানীর প্রবেশমুখে মানুষের ভিড়; মানছেন না সরকারের নির্দেশনা। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ঢাকা থেকে বের হওয়া বা ঢাকায় ঢোকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হলেও আইন অমান্য করছেন অনেকেই। আজও নানা অজুহাতে বিনা প্রয়োজনে সড়ক-মহাসড়কে দেখা গেছে সাধারণ মানুষকে।
শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর প্রবেশ পথগুলোতে এমন দৃশ্য চোখে পড়ছে হরহামেশাই। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তদারকি করে জেলা পুলিশের টহল টিম। আজও বিভিন্ন মালবাহী ছোট ট্রাকে করে ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করেছেন অনেকে। এছাড়া, মোটরসাইকেল ও বিভিন্ন ছোট যানবাহনে চড়েও অনেকে ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করেন।

এসময় জেলা পুলিশের টহল টিম তাদের ফেরত পাঠান। তবে গাবতলী এলাকায় তুলনামূলক মানুষ এবং যানবাহন কম দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে নগরীর প্রবেশ মুখগুলোতে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নানাভাবে শাস্তি নিশ্চিত করছেন তার।


এধরনের আরও সংবাদ