নিউজ ডেস্ক: আইসিসির নিষেধাজ্ঞার পর এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন সাকিব আল হাসান। আইসিসির নেওয়া সিদ্ধান্তের পর দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গেটিং বলেন, কমিটি থেকে সাকিবকে হারিয়ে আমরা ব্যথিত। বিগত কয়েক বছর তিনি এই কমিটিতে অনেক অবদান রেখেছেন। তবে তার এই সিদ্ধান্ত সঠিক বলেই আমার বিশ্বাস।
এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে মূলত বর্তমান ও সাবেক ক্রিকেটাররা এবং আম্পায়াররা থাকেন। প্রতি দুই বছর পর পর একটি সভা অনুষ্ঠিত হয়। পরবর্তী সভাটি শ্রীলঙ্কায় হবার কথা রয়েছে ২০২০ সালে।
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ গোপন রাখায় দুই বছরের নিষেধাজ্ঞা পান বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সুনির্দিষ্ট তিনটি অভিযোগের ভিত্তিতে তাকে এ শাস্তি দেওয়া হয়।