• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

এমপি মোসলেম উদ্দিনসহ পরিবারের ১০ জন আক্রান্ত

সাংবাদিকের নাম / ৮৩ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

নিউজ ডেস্কঃ এবার পরিবারের ৮ সদস্যসহ করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ। আক্রান্তদের মধ্যে তার স্ত্রী-সন্তান এবং দু’জন গৃহকর্মীও রয়েছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বুধবার (১১ জুন) রাতে তাকে পজিটিভ রিপোর্টের কথা জানানো হয়।
গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরীর লালখান বাজারে সাংসদের বাসা থেকে ১৫ জনের নমুনা সংগ্রহ করেন। এদের মধ্যে ১০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
জানতে চাইলে মোছলেম উদ্দিন আহমেদ জানান, স্ত্রীসহ পরিবারের ৮ জন একসাথে আক্রান্ত হয়েছি। তবে কারও তেমন বেশি কোনো উপসর্গ নেই। শুধুমাত্র একদিন আমার জ্বর ছিল, তাও মাত্র ৯৮ পয়েন্ট ৮৯। সবাই বাসায় আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন সংসদ সদস্য মোছলেম উদ্দিন।
আক্রান্তদের মধ্যে মোছলেমের স্ত্রী, দুই মেয়ে, এক জামাতা এবং তিনজন নাতি আছেন।
চট্টগ্রামে এই প্রথম কোনো সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মহাজোটের শরীক জাসদ নেতা মাঈনুদ্দীন খান বাদল মারা যাবার পর উপ নির্বাচনে জিতে সংসদ সদস্য হিসাবে কয়েক মাস আগে শপথ নিয়েছিলেন মোছলেম উদ্দিন। তবে এ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান’ও করোনা পজিটিভ হয়েছিলেন।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.