• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

এবার হজ পালনের অনুমতি পেতে পারেন বিদেশিরা

সাংবাদিকের নাম / ৭৭ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১

নিউজ ডেস্কঃ কঠোর স্বাস্থ্য ও পূর্বসতর্কতামূলক বিধিনিষেধের অধীন চলতি বছরে বিদেশিদের হজ পালনের সুযোগ দেওয়া হতে পারে। বৃহস্পতিবার (২০ মে) আল-ওয়াতান পত্রিকার খবরে এমন তথ্য দেওয়া হয়েছে।

পত্রিকাটি এর বাইরে কোনো বিস্তারিত তথ্য দিতে পারেনি। গত ৯ মে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, কঠোর স্বাস্থ্যবিধির আওতায় এবারের হজ পালন করা হবে। এর মধ্য দিয়ে সবাইকে হজ করার সুযোগ দেওয়া হতে পারে।-খবর সৌদি গেজেট

পরবর্তীতে এ নিয়ে সুনির্দিষ্ট সাংগঠনিক পরিকল্পনা ঘোষণা করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

তবে এর আগে আন্ডারসেক্রেটারি হাশেম সাঈদ বলেন, চলতি বছরে হজ সব ধরনের বিকল্প উপায় নিয়ে ভাবছে সৌদি সরকার। বিদেশ থেকে প্রতীকী সংখ্যক হাজীকেও অনুমোদন দেওয়া হতে পারে।

ইসলামের চতুর্থ স্তম্ভ হজ সামর্থ্যবান মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় ইবাদত। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীকে জীবনে একবার হজ পালন করতে হবে।

আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজের জন্য নির্ধরিত সময়। হজ পালনের জন্য বর্তমান সৌদি আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালিফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক।

হজ হল আল্লাহর কাছে মুসলমানদের আনুগত্যের প্রদর্শন। মহামারি মোকাবিলায় গত বছরেরও আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো হজ পালনে নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদি আরব।

তখনও সীমিত সংখ্যক সৌদি নাগরিক ও অধিবাসীদের হজ পালনের অনুমোদন দেওয়া হয়েছিল।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.