• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

এবার বান্দরবানে ইত্যাদি, বিশেষ চমক এটিএম শামসুজ্জামান

সাংবাদিকের নাম / ১২৫ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: বাংলাদেশে ম্যাগাজিন অনুষ্ঠানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানটির নাম ‘ ইত্যাদি’। বছরের পর বছর আলাদা সৌরভ নিয়ে মানুষের মনে স্থান করে আছে অনুষ্ঠানটি। ‘ ইত্যাদির’ প্রতিটি পর্বই নতুন কোনো লোকেশনে ধারণ করা হয়। সেই ধারাবাহিকতায় ‘ ইত্যাদি’র এবারের পর্বটি ধারণ করা হয়েছে পাহাড়-ঝর্ণা-নদী-সবুজ অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিচিত্র সাংস্কৃতিক ঐতিহ্যে ঘেরা বান্দরবানে।

গত ১৬ নভেম্বর সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০০ ফুট ওপরে টাইগার পাহাড়ের চূড়ায় পর্যটন কেন্দ্র নীলাচলে ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে। অনুষ্ঠানটির প্রধান হানিফ সংকেত জানান, বান্দরবানের ইতিহাস, ঐতিহ্যের পাশাপাশি এবারের পর্বে থাকছে প্রাকৃতিক সৌন্দর্যঘেরা, দর্শনীয় ও আকর্ষণীয় স্থানগুলোর ওপর বিশেষ প্রতিবেদন।

আরও থাকছে পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর চঞ্চল কান্তি চাকমার ব্যতিক্রমী উদ্যোগের ওপর একটি মানবিক প্রতিবেদন। পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমুদ্র সৈকতের পরিবেশের ওপর রয়েছে একটি সচেতনতামূলক প্রতিবেদন। এবারের ইত্যাদির বিশেষ চমক হলো দুই প্রবীন অভিনেতা। বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ থাকবে ইত্যাদিতে। যার একটি নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান ও মাসুদ আলী খান।

এরমধ্যে টানা কয়েক মাস হাসপাতালে ছিলেন এটিএম শামসুজ্জামান। সম্প্রতি সুস্থ হয়ে বাসায় ফেরেত তিনি। অনেকে ভেবে ছিলেন আর বুঝি অভিনয়ে ফিরতে পারবেন না তিনি। কিন্তু সবাইকে চমকে দিয়ে অভিনয়ে ফিরলেন তিনি। জনপ্রিয় অভিনেতা মাসুদ আলী খানকে অনেক দিন দেখা যায়নি অভিনয়ে। ইত্যাদিতে এবার দেখা দিচ্ছেন অভিনয়ের এই দুই প্রিয় মুখ।

আরও থাকছে ভারতের তামিলনাড়ু রাজ্যের পাথর নগরী বলে খ্যাত মামালাপুরামের কিছু স্মৃতিস্তম্ভের ওপর সচিত্র প্রতিবেদন। মূল গান থাকছে দু’টি। বাংলা ও মারমা গানের দু’জন প্রতিষ্ঠিত শিল্পীর কণ্ঠে একটি অনুরাগের গান। শিল্পী দু’জন হলেন, বাংলা গানের আঁখি আলমগীর এবং মারমা গানের মান মান সিং। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী।

এছাড়া বান্দরবানের সবুজ-শ্যামল রূপ বৈচিত্র্য নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, হানিফ সংকেতের সুর ও মেহেদীর সংগীতায়োজনে আরেকটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন বান্দরবানের ১১টি নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের সমন্বয়ে শতাধিক নৃত্যশিল্পী। এই গানে কণ্ঠ দিয়েছেন চথুইফ্রু মারমা, কমল, হ্লামেচিং মারমা ও তানজিনা রুমা। মারমা ভাষায় গানটি অনুবাদ করেছেন চথুইফ্রু মারমা, নৃত্য পরিচালনা করেছেন প্রাণ গোপাল।

দর্শক পর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান বান্দরবানকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। ২য় পর্বে নির্বাচিত দর্শকরা বান্দরবানের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে রচিত একটি নাট্যাংশে অভিনয় করেন, যা ছিল বেশ উপভোগ্য।

কেয়া কসমেটিকস লিমিটেড নিবেদিত ‘ইত্যাদি’র এই বান্দরবানের পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৯ নভেম্বর, শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.