• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন

এবার ঠাকুরগাঁওয়ের আরেক শিক্ষার্থীর জমানো টাকা দিলেন সরকারের তহবিলে

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ এবার ঠাকুরগাঁওয়ের আরেক শিক্ষার্থীর জমানো টাকা দিলেন সরকারের ত্রাণ তহবিলে। রোববার সকালে বাবার সাথে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে জমানো টাকার ব্যাংকটি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম এর হাতে তুলে দেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী শাহরাজ চৌধুরী। শাহরাজ চৌধুরী সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ছোট বালিয়া গ্রামের এ্যাডভোকেট ইমরান চৌধুরীর ছেলে।
শিক্ষার্থী শাহরাজ চৌধুরী জানান, করোনা সংকট মোকাবেলায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকতে ঠাকুরগাঁওয়ের অনেকে ত্রাণ তহবিলে টাকা দিচ্ছেন। তাই আমিও আমার জমানো টাকা ত্রাণ তহবিলে দিতে পেরে খুশি।
শিক্ষার্থী বাবা এ্যাডভোকেট ইমরান চৌধুরী জানান, যে যেভাবে পারছে করোনা সংকট মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসছে। তেমনি আমার ছেলেও মনে করেছে আমার জমানো টাকা কিছুটা হলেও মানুষের সাহায্যে ভুমিকা রাখবে। তাই উৎসাহ হয়ে সে তার জমানো টাকার ব্যাংকটি জেলা প্রশাসকের কাছে তুলে দিয়েছেন। এতে আমারও ভাল লাগছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, মানুষ মানুষের জন্য এ কথা মিথ্যে নয় বলেই একে একে অনেকে এগিয়ে আসছে। এভাবে যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসে তাহলে করোনা সংকট মোকাবেলায় অনেকটাই সহজ হবে। আমি ধন্যবাদ জানাই শিক্ষার্থী মুক্তা ও শাহরাজকে তারা তাদের জমানো টাকা ত্রাণ তহবিলে দিয়েছে। সামান্য হলেও তা গর্বের বিষয়।


এধরনের আরও সংবাদ