• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

এক মাস নতুন ভিসা দেবে না ভারত, স্থগিত বৈধ ভিসাও

সাংবাদিকের নাম / ৫৮ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

করোনাভাইরাসের বিদ্যমান সংক্রমণ বিবেচনায় ভারত সরকার ভ্রমণের জন্য বিশ্বের সব দেশের নাগরিকদের বৈধ ভিসা স্থগিত করেছে।

ভারতীয় হাইকমিশনের বর্তমান প্রজ্ঞাপন অনুযায়ী আগামীকাল শুক্রবার (১৩ মার্চ) সকাল ৬টা থেকে আগামী ১৫ এপ্রিল (বুধবার) পর্যন্ত এসব ভিসা স্থগিত থাকবে। পাশাপশি নতুন কোনো ভিসাও দেয়া হবে না।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতীয় বাংলাদেশ হাইকমিশনের ফেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা এই আদেশের বাইরে থাকবে বলে জানিয়েছে দেশটি।

একই সময়ের জন্য ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের ভিসামুক্ত প্রবেশাধিকার সুবিধাও স্থগিত করেছে দেশটির সরকার।

ঢাকায় ভারতীয় হাই কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত এক কোটি ৩৭ লাখ ৩০ হাজার ২৮২ বিদেশি ভারত ভ্রমণ করেছেন।

এর মধ্যে প্রথম অবস্থানে থাকা বাংলাদেশির সংখ্যা ছিল ২৮ লাখ ৭৬ হাজার। কেবল ২০১৯ সালে বাংলাদেশিদের জন্য ১৫ লাখ ভিসা দিয়েছিল প্রতিবেশী দেশটি।

এই সময়ে যদি কোনো বিদেশি নাগরিককে ‘বাধ্যতামূলকভাবে’ ভারতে যেতে হয়, তাহলে তাকে নিকটস্থ ভারতীয় মিশনে যোগাযোগ করতে বলেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।


এধরনের আরও সংবাদ