• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

একসঙ্গে ছিলাম বলে করোনা-কালেও নতুন ছবিতে ঐন্দ্রিলাকে চুমু খাওয়া সহজ হবে: অঙ্কুশ

সাংবাদিকের নাম / ৬৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২০

নিউজ ডেস্কঃ বন্ধুত্ব আর প্রেমের সম্পর্কের দশ বছর। একসঙ্গে ছবিতে নায়ক-নায়িকা হয়ে আসতে লেগে গেল দশ বছর। রিল লাইফের অঙ্কুশ-ঐন্দ্রিলা এ বার বড় পর্দায় রাজা চন্দের ছবিতে। সোমবার হয়ে গেল ছবির মহরত। এই অতিমারির কালে মহরত থেকে আনন্দবাজার ডিজিটালকে বললেন ঐন্দ্রিলা, ‘‘মহরতের পুজো দেখে সরস্বতী পুজোর কথা মনে হচ্ছে। মাস্ক পরেও আজ অনেক দিন পরে সেজেছি। লিপস্টিকগুলো তো কান্নাকাটি করছিল। মাকেও নিয়ে এসেছি। করোনাও থাকবে আর সাবধানতা মেনে কাজও করতে হবে। আর কত দিন? এ বার তো বাড়ি বসে ডিপ্রেশন হয়ে যাবে!’’
টেলিফোনের ও পার থেকে শোনা যাচ্ছিল পুজোর মন্ত্র। সেখানে দাঁড়িয়ে অঙ্কুশ বললেন, ‘‘অনেক আগেই এই ছবির কাজ শুরু করার কথা ছিল। সেপ্টেম্বরে হলে আসবে ভেবেছিলাম। যাই হোক, সব রকম সুরক্ষার কথা মাথায় রেখেই শুট হবে।’’


এধরনের আরও সংবাদ