• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

একটি মানুষও বিদ্যুত বিহীন থাকবে না-এমপি দবিরুল ইসলাম

সাংবাদিকের নাম / ৬১ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ বিনামুল্যে অসহায় মানুষকে ও বিভিন্ন প্রতিষ্ঠানেস সোলার প্যানেল বিতরণ করেছেন ঠাকুরগাঁও- ২ আসনের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম। তিনি আজ সকালে নিজ বাসভবনে অসহায় মানুষকে ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে সোলার প্যানেল তুলে দেন। আর এসব সোলার প্যানেল স্থাপনের কাজ বাস্তবায়ন করবেন স্যানক্রেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামে একটি সংগঠন । সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি বলেন, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ। আমরা প্রধাণমন্ত্রীর উদ্যোগকে সফল করতে যেসব এলাকায় এখনো বিদ্যুতের লাইন পৌছায়নি সেসব এলাকার মানুষকে এবং ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুত ব্যবহারে সুযোগ করে দিচ্ছি। পর্যায়ক্রমে সেসব এলাকায় বিদ্যুতের লাইন পৌছার ব্যবস্থা করা হবে। একটি মানুষও যেন বিদ্যুত বিহীন না থকে সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি। তবে আপনারা আমাদের পাশে থেকে প্রধাণমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন। আজ তিনি ঠাকুরগাঁও- ২ আসনের অসহায় মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ১২৯ টি সোলার প্যানেল বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলীসহ অনেকে।


এধরনের আরও সংবাদ