• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

উস্কানীমুলক প্রচারণার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

সাংবাদিকের নাম / ৫০ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

নিউজ ডেস্কঃ মেজর সিনহা হত্যাকান্ডকে কেন্দ্র করে একটি সাম্প্রদায়িক গোষ্ঠি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সকল পুলিশ কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানীমুলক সামাজিক প্রচারণার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার উদ্যোগে শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালিত হয়।
এসময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার সভাপতি গৌর হরি বর্মন, সদর উপজেলার সাধারণ সম্পাদক অরুন কুমার রায়সহ বক্তারা বলেন, যে অপরাধি তার অবশ্যই বিচার হোক এটা আমরা চাই। কিন্তু একজনের জন্য গোটা সম্প্রদায়কে ছোট করা কাম্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এ ধরনের উস্কানী ছড়িয়ে দিচ্ছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এছাড়া সংগঠনের জেলা শাখার আহবায়ক জয় মহন্ত অলককে জড়িয়ে পৃথক দুটি মামলা রয়েছে সদর ও পীরগঞ্জ থানায় তা অবিলম্বে প্রত্যাহরের দাবি করেন তারা।


এধরনের আরও সংবাদ