• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

উন্নত মানের কম্বল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা

সাংবাদিকের নাম / ১৯৪ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ প্রতি বছরের মতো এবারোও এসএসসি ৯৯ ঠাকুরগাঁও এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে। জেলার এ স্বেচ্ছাসেবী সংগঠনটি এলাকার দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে দীর্ঘ দিন ধরে।
এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (১৮ জানুয়ারী বিকেলে) সদরের শ্রীকৃষ্ণপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে অসহায় মানুষের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন। এছাড়াও কয়েকদিন আগে সংগঠনের সদস্যরা সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মহাপুর মদীনাতুল হাফেজিয়া কাওমী মাদ্রাসার এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেয়ার পাশাপাশি সদরের বিভিন্নস্থানে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে সংগঠনটি। তাদের এমন কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করে সুবিধাভোগীসহ স্থানীয়রা।
অন্যদিকে বুধবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দিন স্মৃতি কলেজ মাঠে উন্নত মানের সাত শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় অসহায় প্রতিবন্ধী, বিধবা ও দু:স্থদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির জেনারেল সেক্রেটারী আশরাফুল ইসলাম, ডাউরেক্টর অব প্রোগ্রাম এন্ড ম্যানেজমেন্ট মিসবাহুল ইসলাম, জমিরিয়া ইহ্ইয়াউল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলাম, গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির উদ্যোক্তা বেলাল উদ্দিন, জমিরিয়া মাদরাসার শিক্ষক মোহাম্মদ রবিউল আওয়াল প্রমুখ।

 


এধরনের আরও সংবাদ